সম্পর্ক ভাঙলে ছেলেরাই বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে

0
21
সম্পর্ক ভাঙলে
সম্পর্ক ভাঙলে বা বিচ্ছেদের সময় মানুষের উপর কিরকম প্রভাব পড়ে সে বিষয়ে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি সমীক্ষা চালিয়েছেন।

গবেষকরা  জানিয়েছেন, সমীক্ষার জন্য তারা প্রায় ২০০০ পুরুষের নাম নথিভুক্ত করেছিলেন। আর সে বছরটাই ছিল তাদের বিচ্ছেদের বছর। তারপরে ৬-৯ বছর পরে তারা কেমন আছেন, সেটা দেখতে ফের সেই পুরুষ ও নারীদের কাছে হাজির হন সমীক্ষকরা।
সমীক্ষায় দেখা যায়, নারীরা এতদিনে আগের সম্পর্ক থেকে বেরিয়ে ভালই আছেন, কিন্তু আজও হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন ছেলেরা! তারা নাকি একটা সম্পর্ক বিচ্ছেদের পরেও দীর্ঘদিন সে প্রভাব কাটিয়ে উঠতে পারেন না।
গবেষকরা পরে ৯৬ টি দেশের প্রায় ৫,৭০৫ জনের উপর নতুন করে সমীক্ষা চালায়। সেখানেও একই ফল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, পুরুষরা প্রাক্তন সঙ্গীর স্মৃতি ভুলতে পারেননি।
গবেষক ক্রিস মরিসের মতে, ছেলেরা সম্পর্কের প্রথম দিকে হালকা চালে চললেও, ধীরে ধীরে সম্পর্কে ভীষণ ভাবে ঢুকে যায়। ফলে স্বাভাবিক ভাবেই বিচ্ছেদের সময় তাদের উপর প্রভাব পড়ে বেশি। যা থেকে চাইলেই ছেলেরা নিজেদের সরিয়ে নিতে পারে না। মেয়েদের চেয়ে ছেলেরাই সম্পর্ক ভাঙলে বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

Previous articleবাংলাদেশের মানসিক রোগের বর্তমান চিত্র
Next articleশিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে কবরে শুয়ে থাকার পরামর্শ দিলো বিশ্ববিদ্যালয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here