শুধু থিওরিটিক্যাল নয়, গবেষণামূলক কাজে আগ্রহ বাড়াতে হবে

0
17

মনোরোগ ডাক্তার ও বিশেষজ্ঞদের থিরিটিক্যাল শুধু নয়, গবেষণামূলক কাজেও এগিয়ে আসতে আহ্বান করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। গতকাল হোটেল সোনারগাঁয়ের বলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস (বিএপি)’র ১ম জাতীয় কনফারেন্সে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে মনোরোগ চিকিৎসা সম্বন্ধে এখনো কিছু অপ্রতুল এলাকা রয়েছে। এদরকে স্বাস্থ্য সুবিধার আওতায় আনতে প্রয়োজন সবার এগিয়ে আসা। গ্রামাঞ্চলে এখনো মানসিক সমস্যা নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। যা দূর করতে না পারলে, রোগীদের সম্পূর্ণরুপে সুস্থ করা সম্ভব নয়।

আরো উল্লেখ করেন, ঝিনাইদুহের শৈলকূপা এলাকায় প্রচুর সংখ্যক লোক আত্মহত্যার শিকার। এই অঞ্চলে কেন আত্মহত্যার হার বেশী, সে ব্যাপারে মানসিক রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকের ধারণা থাকতে হবে। বাংলাদেশকে গবেষণার সর্বোত্তম জায়গা দাবী করেন তিনি।

বিএপি’র কনফারেন্সটিতে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টসের(বিএপি)’র সভাপতি অধ্যাপক ডা. মোঃ ওয়াজিউল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. এম এ আজিজ, ডিজিএইচএস’র এনসিডিসি লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন, নিউরোডেভেলপমেন্টাল ডিজেবিলিটি প্রটেকশন ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা. মোঃ গোলাম রব্বানী, বিএপি’র সায়েন্টিফিক কমিটির কার্যনির্বাহী সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএপি’র সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএপি’র সায়েন্টিফিক কমিটির সেক্রেটারী ডা. মো. জিল্লুর রহমান খান। জাতীয় কনফারেন্সে ৪৩ টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন প্রান্তের মনোরোগ চিকিৎসকগণ।

উপস্থিত বক্তারা মনে করেন মানসিক রোগীদের চিকিৎসা সেবার আওতায় আনতে দেশের ৩৭ টি মেডিকেল কলেজকে একটি হাবে রুপান্তরিত করতে হবে।

কনফারেন্সটির সায়েন্টিফিক পার্টনার ছিলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার ছিলো মনের খবর টিভি।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleবিএপি’র ১ম জাতীয় বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত
Next articleমহামারী মোকাবিলায় ভবিষ্যতে আরো প্রস্তুত থাকতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here