করোনার প্রভাবে সারাবিশ্বেই চলছে একধরনের স্থবিরতা। ঘরবন্দী শিশুদের মনে নানা প্রশ্ন, ‘করোনা আবার কী?’ ‘আমারও কি অসুখ হবে?’ ‘আব্বু, আম্মুরও?’
শিশুদের এসব প্রশ্নসহ ঘরবন্দী জীবনে নানা দুশ্চিন্তার উত্তর দিতে বিশেষ ভিডিও পরিবশেনা করেছে শিশুতোষ ম্যাগাজিন ইকরিমিকরি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:
শিশুদের জন্য বিশেষ পরিবেশনা । করোনাকে ভয় নয়, সচেতন থাকো
এখন বাইরে যাওয়া একদম নিষেধ। তোমাদের স্কুলও বন্ধ। জানি ঘরবন্দি থাকতে খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই ভাবছ ‘করোনা আবার কী?’ ‘আমারও কি অসুখ হবে?’ ‘আব্বু, আম্মুরও?’ দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। তোমার প্রশ্নের জবাব দিচ্ছে ইকরিমিকরি। ঘরে থাকো, আনন্দে থাকো
Gepostet von IKRIMIKRI am Samstag, 18. April 2020
এর আগে ঘরবন্দী শিশুদের একঘেয়েমী দূর করতে গত ২৯ মার্চ থেকে ছড়া ও গল্প বলা, ছড়া ও গল্প লেখা এবং ছবি আঁকা ইভেন্টের আয়োজন করে ইকরিমিকরি।