যা রয়েছে মনের খবর মাসিক ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায়

0
88

মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এরএপ্রিল  সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-দুর্ঘটনা:মানসিক প্রভাব। যেখানে সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা থাকছে “মনের খবরএপ্রিল সংখ্যায়
প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে পাবনা মানসিক হাসপাতাল এর কনসালটেন্ট ও সহকারী রেজিষ্টার মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব লিখেছেন দুর্ঘটনা কী প্রভাব ফেলে মনে শিরোনামে।
পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার শিরোনামে আরেকটি  প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের মনোরোগ বিশেষজ্ঞ  ডা. পঞ্চানন আর্চায্য।
দুর্ঘটনায় তাৎক্ষনিক করণীয়: দেখুন, শুনুন, যোগাযোগ করিয়ে দিন শিরোনামে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ  ডা. সৃজনী আহমেদ এর আরো একটি লেখা রয়েছে  প্রচ্ছদ প্রতিবেদনে।
ড্রাইভারের অশান্ত মন, দুর্ঘটনার বড় কারণশিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে লিখেছেন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এর  সহকারী অধ্যাপক মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসীর মারুফ
অটিজমের চিকিৎসা: কার কী দায়িত্ব শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন জালালাবাদ রাগীব মেডিক্যাল কলেজ, সিলেট এর মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুষ্মিতা রায়।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে শিশু বিকাশ কেন্দ্র ধারণার প্রবক্তা অধ্যাপক ডা. নায়লা জামান এর সাক্ষাৎকার।
মাদকাসক্তি চিকিৎসা: দায়িত্ব কেবলি চিকিৎসকের না, পরিবারেরও শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন কেন্দ্রীয় মাদাকাসক্তি নিরাময় কেন্দ্র এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোরাহেনুল ইসলাম 
শিশু মনে দুর্ঘটনার প্রভাব, অবহেলা নয় শিরোনামে শিশু মন বিভাগে রয়েছে আদ-দ্বীন মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসনে আরা এর একটি লেখা।
সমসাময়িক বিভাগে রয়েছে তরুণ লেখক সাদাত হোসাইন এর আলাপচারিতা।
মনস্তত্ত্ব বিভাগে চার্লি চ্যাপলিন এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. ফাহিম আল রশিদ।
দাম্পত্য জীবনেও যৌন নির্যাতন শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি(চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন অটিজম চিকিৎসা: দরকার প্রতিটি শিশুর জন্য পৃথক মূল্যায়ন শিরোনামে।
কাউন্সেলিং কি শুধুই মানসিক স্বাস্থ্য সেবার অংশ? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর মার্চ সংখ্যায় পাঠকরা  টিপস বিভাগে পাবেনে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর, সত্য মিথ্যা: আপনার করণীয় শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/
 

Previous articleদিনে ৯০ মিনিটের বেশি শরীরচর্চায় মানসিক ক্ষতি!
Next articleকথাবার্তায় পারদর্শী হওয়ার উপায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here