মৃতদেহে ৩ ঘন্টা পর নিস্ক্রিয় হয় করোনা, দাফন করা যাবে যেকোনো জায়গায়

মৃতদেহে ৩ ঘন্টা পর নিস্ক্রিয় হয় করোনা, দাফন করা যাবে যেকোনো জায়াগায়

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হওয়ার কোনও প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যক্তি মারা যাওয়ার ৩ ঘণ্টা পর এই ভাইরাসের কর্মক্ষমতা থাকে না মৃতদেহে। মৃতদের সৎকারে ৩-৪ ঘণ্টা লেগেই যায়।

এজন্য মৃতদেহ থেকে করোনা ছড়ানোর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বুধবার ( ৩ জুন) দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এই তথ্য জানান। এসময় তিনি বলেন, করোনায় মৃতদের জন্য নির্দিষ্ট কবরস্থানের প্রয়োজনও নেই।
নাসিমা সুলতানা বলেন, ‘মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন ও সৎকার করা যায়। নিয়মানুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে মনোনীত কবরস্থান কিংবা পারিবারিক কবরস্থানে দাফন করা যায়। শুধু করোনা আক্রান্ত হিসেবে নির্দিষ্ট কবরস্থানে দাফনের কোনও প্রয়োজন নেই। পারিবারিক কবরস্থানেও মৃতদেহ দাফন করা যাবে।’
বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে দাফন কাজ করা যাবে বলেও এসময় জানান তিনি।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

 

Previous articleকোভিড ১৯ এর মিউটেশন নিয়ে আতঙ্কের কারণ নেই, বলছে গবেষণা
Next articleকরোনা ভাইরাস: আইবুপ্রোফেন কি কাজ করবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here