মিডিয়ার দায়িত্বশীল আচরণের আহ্বান জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের

0
162
মিডিয়ার দায়িত্বশীল আচরণের দাবী জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের

মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়ির এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় সঠিক তথ্য প্রকাশ এবং দায়িত্বশীল আচরণের জন্য মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (১৯ নভেম্বর) এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৯ নভেম্বর সকাল সাড়ে সাতটায় আনিসুল করিম শিপনকে উত্তেজিত অবস্থায় তার ভগ্নিপতি ডা. রাশেদুল হাসান সহ কয়েকজন পুলিশ সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে আসেন। এই সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোগীর ভগ্নিপতির সাথে পরামর্শ করে তাতে উত্তেজনা প্রশমনের ইনজেকশন পুশ করেন এবং সকাল ৯ টা পর্যন্ত তাকে অবজারভেশনে রাখেন।

এরপর রোগীর ভগ্নিপতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাহানা পারভীন এর সাথে দেখা করেন। তিনি রোগীর অবস্থা পর্যবেক্ষন করে তাকে দ্রুত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু রোগীর স্বজনরা তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করাতে অস্বীকৃতি জানান। ডা. শাহানা পারভীন রোগীর ব্যবস্থাপত্রে প্রয়োজনীয় ঔষধ লিখে দেন এবং সরকারি ঔষধও সংগ্রহ করে দেন। এরপর তিনি আগত পুলিশ সদস্যদের সিসিতে ‘আউট’ লিখে সাক্ষরও করে দেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleশিশুদের মাস্ক ভীতি
Next articleবাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here