মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর ফেব্রুয়ারী সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-হিস্টিরিয়া। যেখানে সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা থাকছে “মনের খবর” ফেব্রুয়ারী সংখ্যায়-
মানসিক রোগে শারীরিক লক্ষণ–শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আচার্য্য ।
শারীরিক রোগে মানসিক সমস্যা-শিরোনামে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসীর মারুফ।
বিশেষ আয়োজন বিভাগে কৃষ্ণ রায় লিখেছেন হিস্টিরিয়া একটি মানসিক রোগ ভান-ভন্ডামি বা ভূতে-জিনে ধরা নয় শিরোনামে।
মানসিক রোগ চিকিৎসা বিভাগে হিস্টিরিয়া চিকিৎসা: প্রয়োজন সঠিক পদক্ষেপ শিরোনামে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. সৃজনী আহমেদ।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এর সাক্ষাৎকার।
গবেষণা বিভাগে রেসিডেন্ট এমডি(চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন দক্ষিণ এশিয়ার মানসিক স্বাস্থ্য বনাম শারীরিক স্বাস্থ্য শিরোনামে।
মনে রাখার সহজ কৌশল শিরোনামে শিশুর মন বিভাগে রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ ও বাংলা একাডেমি পুরস্কার অর্জনকারী কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর একটি লেখা।
মাদক ব্যবহার রোগ: বংশগতি ও পরিবেশ উভয়ই দায়ী শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম ।
দাম্পত্য সম্পর্কের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যৌনতা শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান।
পাবনা মানসিক হাসপাতাল এর কনসালটেন্ট ও সহকারী রেজিষ্টার মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব লিখেছেন প্রবীন মন বিভাগে মনেও পড়ে বয়সের ভার শিরোনামে।
মনের খবর আয়োজিত পাবনা মানসিক হাসপাতাল-বর্তমান চিত্র ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনার খবর রয়েছে বিশেষ প্রতিবেদনে।
রয়েছে খ্যাতনামা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর একান্ত অনুভূতি।
স্টিফেন হকিং এর ব্যাক্তিত্ব নিয়ে ডা. ফাহিম আল রশিদ এর লেখা রয়েছে ব্যক্তিত্ব বিভাগে।
গণমাধ্যম এবং তারুন্যের ভাষা পরিবর্তন বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে অভিমত দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল , আবৃত্তিকার শিমুল মুস্তাফা, কবি ও লেখক পিয়াস মাজিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক হিমেল বরকত, অভিভাবক সালমা নাসরিন এবং শিক্ষার্থী আবিদা সুলতানা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর জানুয়ারি সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেনে আত্মবিশ্বাস বাড়াতে ব্যায়াম শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/