বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে রংপুর মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিভাগ।
দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর সকালে কলেজ ক্যাম্পাসে র্যালি এবং রংপুর মেডিক্যাল কলেজ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আ. মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী।
বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহাফুজার রহমান, রংপুর মেডিক্যাল কলেজের পরিচালক ডা. মো. রেজাউল করিম এবং রংপুর মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জ্যোর্তিময় রায়।
অনুষ্ঠানে রংপুর মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে