জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক হলেন ডা. তারিকুল আলম

0
149
এশিয়ান জার্নাল অব সাইকিয়াট্রি’র সম্পাদনা পর্ষদে ডা. তারিক সুমন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপ-পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মাদ তারিকুল আলম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ডা. মোহাম্মাদ তারিকুল আলম জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

নিজ দায়িত্বের পাশাপাশি তাকে উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন চৌকস এই চিকিৎসক নেতা।

তার এই নতুন পদায়নে শুভেচ্ছা জানিয়েছেন মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এক শুভেচ্ছা বার্তায় তার দীর্ঘ সুস্থায়ু কামনা করছেন মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। ডা. তারিকুল আলমের নেতৃত্বে দেশের মানসিক স্বাস্থ্য খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleভিটামিন ডি এর ঘাটতি ও মানসিক স্বাস্থ্য সমস্যা
Next articleনিউরো-ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে নিয়োগ পরীক্ষা ২২ অক্টোবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here