মানসিক রোগে আক্রামণাত্মক আচরণ বিষয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যা

0
225
মানসিক রোগে আক্রামণাত্মক আচরণ বিষয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যা
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২১ সালের জানুয়ারি সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- মানসিক রোগীর আক্রামণাত্মক আচরণ। এবারের ম্যাগাজিনে মানসিক রোগীর আক্রামণাত্মক আচরণ বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” জানুয়ারি সংখ্যায়–

“উত্তেজিত হিংস্র রোগী নিয়ন্ত্রণ করার উপায়”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ

”আক্রমণাত্মক মানসিক রোগী ণিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট এর মনোরোগবিদ্যা বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়

“মানসিক রোগ চিকিৎসা: পদ্ধতিগত পার্থক্য”-শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন  সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বাংলাদেশ পুলিশ এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম বিভাগ এর সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান নুর এর সাক্ষাৎকার।

“মানসিক রোগের চিকিৎসার সাথে অন্য রোগের চিকিৎসার পার্থক্য” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন আদ দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা

”মানসিক স্বাস্থ্যসেবায় নার্সের ভূমিকা” শিরোনামে মানসিক স্বাস্থ্যসেবা বিভাগে লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সুলতান-ই-মঞ্জুর

”মানসিক রোগী শিশু আক্রমণাত্মক হলে নিয়ন্ত্রণের উপায়” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. মাহ্জাবিন আফতাব সোলায়মান

“সঙ্গীর আক্রমণাত্মক আচরণ যৌন সম্পর্কের উপর প্রভাব ফেলে কি?”-শিরোনামে যৌনস্বাস্থ্য-সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান

”খেলায় আক্রমণাত্মক আচরণ কতটা সঙ্গত” শিরোনামে খেলা ও মন বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন আহমেদ

”প্রবীণদের আক্রমণাত্মক আচরণ: পরিবারের করণীয়” শিরোনমে প্রবীণ মন বিভাগে লিখেছেন ব্রাম্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা জোহরা

“মানসিক রোগ চিকিৎসায় বিলম্ব”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন

মনস্তত্ত্ব বিভাগে কার্ল সেগান’কে নিয়ে লিখেছেন  ডা. ফাহিম আহসান আল রশিদ

মানসিক স্বাস্থ্য চিকিৎসায় আগ্রহ কম কেন? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর জানুয়ারি সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “আক্রশণাত্মক মানসিক রোগী কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

 

Previous articleসঙ্গীর মন বুঝবেন যেভাবে
Next articleআমি ২ বছর ইয়াবা আসক্ত ছিলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here