মাইন্ডস্পেস এর মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক হটলাইন ‘ভেন্ট’

0
45
মাইন্ডস্পেস এর মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক হটলাইন ‘ভেন্ট’

বাংলাদেশি যুব সংগঠন মাইন্ডস্পেস তাদের মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘ভেন্ট’ নামে একটি জরুরি মানসিক স্বাস্থ্য সেবা হটলাইন চালু করেছে।

দেশের যে কেউ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০৯৬৭৮-৬৭৮-৭৭৮ নম্বরে কল করে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন।

মাইন্ডস্পেস এর মতে, ভেন্ট হল মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণ নিরাপদ একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে তাদের সমস্যা শেয়ার করতে পারে।

মাইন্ডস্পেসের প্রতিষ্ঠাতা মেহরিন সিমরান বলেন, “আমাদের চারপাশে প্রতিদিন শত শত মানুষ থাকে। তবে আমাদের একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। মাইন্ডস্পেস সেই নিরাপদ স্থান হওয়ার জন্য তৈরি করা হয়েছিল এবং এখন ‌‌‌’ভেন্ট’ এর যাত্রা শুরু হল, যে কেউ বিনা দ্বিধায় এর ওপর নির্ভর করতে পারেন।”

২৫ অক্টোবর থেকে শুরু হওয়া হটলাইনের সকল স্বেচ্ছাসেবক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের প্রধান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসমত জাহান এর কাছে প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

সংস্থাটি কোভিড -১৯ মহামারি সময়েও আত্মহত্যার প্রতিরোধে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করে।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleএফসিপিএস ডিগ্রিতে যুক্ত হলো চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি
Next articleসতেজ খাবার, সবল মানসিক স্বাস্থ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here