মনের খবর জানুয়ারি সংখ্যা বাজারে এসেছে

0
44
মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর জানুয়ারি সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-মানসিক রোগের উপর বংশগতির প্রভাব। যেখানে সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা থাকছে মনের খবরজানুয়ারি সংখ্যায়-
মানসিক রোগ বংশগতির দায় কতটুকু-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিকেল কলেজ এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আচার্য্য ।
বংশগতির প্রভাব: একই ঔষধ সবার উপর সমান কার্যকর নয়-শিরোনামে আরেক প্রচ্ছদ প্রতিবেদন পাবনা মানসিক হাসপাতাল এর কনসালটেন্ট ও সহকারী রেজিষ্টার মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব
বিশেষ আয়োজন বিভাগে পাবনা মানসিক হাসপাতাল-অনেক আছে, যা নেই শিরোনামে ডা. ওয়ালিউল হাসনাত সজীব এর আরো একটি লেখা রয়েছে।
মনের খবর আয়োজিত পাবনা মানসিক হাসপাতাল-বর্তমান চিত্র ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনার খবর রয়েছে বিশেষ প্রতিবেদনে
মনোবিজ্ঞান বিভাগে রাগ মানেই রোগ নয় শিরোনামে রয়েছে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনতাসীর মারুফ এর একটি বিশ্লেষণধর্মী লেখা।
মানসিক রোগ চিকিৎসা বিভাগে বৈদুত্যিক শক চিকিৎসা-ইসিটি সিনেমা ও বাস্তবতা শিরোনামে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ  ডা. সৃজনী আহমেদ
শিশুর মেধাবিকাশ শিরোনামে শিশুর মন বিভাগে রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর একটি লেখা।
মাদকাসক্তি রোগ নাকি বংশগতির প্রভাব শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম 
যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান
গবেষণাবিভাগে রেসিডেন্ট এমডি(চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন ইসিটি: শুচিবাই রোগে কার্যকর নয় শিরোনামে।
ব্যক্তিত্বের সমস্যা: কখন চিকিৎসা প্রয়োজন শিরোনামে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ নিজামউদ্দিন এর লেখা রয়েছে ব্যক্তিত্ব বিভাগে।
তারকার মন বিভাগে রয়েছে জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত এর সাক্ষাৎকার।
সুখ কি? সাফল্য কাকে বলে? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে অভিমত দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, স্থপতি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকুর মজিদ, কবি ও শিক্ষক খালেদ হোসাইন, শহিদুল ইসলাম, জালাল মিয়া প্রমুখ।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা। এছাড়াও প্রশ্ন-উত্তরের সাথে সাথে মনের খবর জানুয়ারি সংখ্যায় পাঠকরা  টিপস  বিভাগে পাবেন নিজেকে সঠিকভাবে প্রকাশের প্রয়োজনীয় কিছু কৌশল শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/
 

Previous articleতারকাদের বিষণ্ণতার গল্প
Next articleসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে পারেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here