মাসিক মনের খবর-এর মে সংখ্যা বাজারে এসেছে। এটি মাসিক মনের খবর-এর ৫ম সংখ্যা।
এবারের মূল আয়োজন কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে। ১ মে বিশ্ব শ্রমিক দিবস গত হয়েছে কয়েক দিন আগে। শ্রমিক দিবস উপলক্ষে মে মাসের এই সংখ্যা সাজানো হয়েছে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে সমৃদ্ধ আয়োজনে।
- ‘কর্মক্ষেত্রে মানসিক সমস্যার প্রভাব ও চিকিৎসা’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আচার্য্য।
- ‘৮ ঘন্টা কাজ কেন’ শিরোনামে লিখেছেন ডা. মো: ওয়ালিউল হাসনাত সজীব।
- ডা. তানজির আহমেদ তুষার লিখেছেন ‘কাজ হোক আনন্দময়’ শীর্ষক প্রতিবেদন।
- কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ লিখেছেন ডা. এস এম ইয়াসির আরাফাত ‘মানসিক রোগ নিয়ে ভ্রান্ত ধারণা কর্মক্ষেত্রেও প্রভাব ফেলে’।
- ‘কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে’ লিখেছেন ডা. এস এম আতিকুর রহমান।
বিশ্ব মা দিবস এই মে মাসে। এ দিবসটি মাথায় রেখে এ সংখ্যায় রয়েছে একটি বিশেষ আয়োজন।
- ‘মা-সন্তানের সম্পর্ক: বিজ্ঞান কী বলে?’ শিরোনামে লিখেছেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
অন্যান্য লেখার মধ্যে রয়েছে-
- অকুপেশনাল থেরাপি নিয়ে রাবেয়া ফেরদৌসের একটি বিশেষ লেখা।
- ধূমপান নিয়ে ‘পরোক্ষ ধূমপান’ শিরোনামে লিখেছেন ডা. মুনতাসির মারুফ।
- প্রবীণদের মন নিয়ে ‘বৃদ্ধদের দায়িত্ব কার’ শিরোনামে লিখেছেন আবু তালহা।
- ‘কার্লমার্কস’ শিরোনামে মার্কসকে নিয়ে লিখেছেন ডা. জিল্লুর কামাল।
- মানসিক রোগ চিকিৎসার ইতিহাস নিয়ে ‘ইনসুলিন কেমোথেরাপি’ শিরোনামে লিখেছেন ডা. তৈয়বুর রহমান রয়েল।
এছাড়া রয়েছে ‘দুর্যোগ-দুর্ঘটনা: মনের ওপর প্রভাব’ শীর্ষক একটি মনোসামাজিক বিশ্লেষণ। এতে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক শাহীন ইসলাম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, গণমাধ্যমকর্মী তুষার আব্দুল্লাহ প্রমূখ।
- ‘কীভাবে গুছিয়ে কাজ করবেন’ শিরোনামে টিপস দিয়েছেন মাহজাবিন আরা শান্তা।
মনের খবর-এর মে সংখ্যার বিশেষ আকর্ষণ কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের সাক্ষাৎকার।
এছাড়াও রয়েছে বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রাক্তন সহ-সভাপতি আব্দুস সালাম মোর্শেদীর একটি বিশেষ সাক্ষাৎকার।
প্রতি সংখ্যার মতো এবারও রয়েছে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট সংবাদ, কুইজ ও প্রশ্নোত্তর পর্ব।