বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশন (বিপিএ)। এসময় সংগঠনির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ মনোববিজ্ঞানী সমিতি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মনোবিজ্ঞান বিভাগসহ বিপিএ এর বিভিন্ন সদস্য সংগঠন অংশগ্রহণ করেন।
অন্যান্যদের সঙ্গে মনোবিকাশ ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, তেজগাঁও কলেজের মনোবিজ্ঞান বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের মনোবিজ্ঞান বিভাগ, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিদ্ধেশরী কলেজের মনোবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যাল মনোবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি, গাজীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগ, বন্ধু কাউন্সেলিং অ্যান্ড সাইকোসোশ্যাল রিসার্চ, সানশাইন: স্পেস ফর মেন্টাল হেলথ, অডিওলজি বাংলাদেশ, গ্রীণ মাইন্ড সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে