বিএসএমএমইউ’তে আর্ন্তজাতিক সিপিডি আগামীকাল

0
15
বিএসএমএমইউ

নর্থ ইস্ট ইংল্যান্ড সাউথ এশিয়া মেন্টাল হেলথ অ্যালায়েন্স NEESAMA (নিসামা) এর উদ্যোগে নিউক্যাসেল ইউনিভার্সিটি’র আয়োজনে আগামীকাল ২৩ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় Continuing Professional Development (CPD) অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই সিপিডি এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
মানসকি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের জন্য সকাল এবং বিকাল দুই শিফটে বঙ্গবন্ধু মেডিকেলের মূল হল, ডা. মিলন হল এবং মিল্টন হলে একযোগে তিনটি করে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হবে। অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ‍এসব সেশনে অংশ নিচ্ছেন আগ্রহীরা।
আগামীকাল সকাল ১০.৩০ মিনিট থেকে এসব সেশন অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯ টায় শহীদ মিলন হলে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে।
সকালে Suicide ‍& Self Harm শীর্ষক সেশনটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের জ্যাকি রজার্স এবং পাকিস্তানের শাবহাত হাক্কানী।  Education for mental health professionals শীর্ষক সেশনটিপরিচালনা করবেন ভারতের শেখর শেষাদ্রী এবং বাংলাদেশের এম এস আই মল্লিক। Depression across the lifespan শীর্ষক সেশনটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের হামিশ ম্যাক অ্যালিস্টার উইলিয়াম এবং এডি শর্মা।
বিকালে People living in disadvantaged situations শীর্ষক সেশনটি পরিচালনা করবেন বাংলাদেশের নায়লা খান এবং ভারতের শেখর শেষাদ্রী। Dementia শীর্ষক সেশনটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের স্টেলা মারিয়া প্যাডিক এবং রিচার্ড ওয়াকার। Substance misuse শীর্ষক সেশনটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্মার্ট এবং বাংলাদেশের হেলাল উদ্দিন আহমেদ।
সমগ্র আয়োজনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব, নিউক্যাসেল ইউনির্ভাসিটির সাইকোলজি এ্যান্ড মেন্টাল হেলথ বিভাগের অধ্যাপক জ্যাকি রজার্স এবং নিউক্যাসেল ইউনির্ভাসিটির ক্লিনিক্যাল সিনিয়র লেকচারার ডা. আদিত্য শর্মা।

Previous articleলাল মিয়া টি স্টল
Next articleনিউক্যাসেল ইউনির্ভাসিটির উদ্যোগে বিএসএমএমইউ’তে সিপিডি অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here