বাইপোলার ডিজঅর্ডার রোগীর অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ!

গবেষণা বলছে যারা বাইপোলার ডিজঅর্ডারে ভোগেন তাদের অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ!

বাইপোলার ডিজঅর্ডার  একটি মানসিক রোগ । সম্প্রতি এক গবেষণা বলছে , যারা বাইপোলার ডিজঅর্ডারে ভোগেন তাদের অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ।
সন্তান জন্মদানের ক্ষেত্রে মানসিক রোগ একটি প্রভাবক হিসেবে কাজ করে। যেসব নারী কখনও মানসিক সমস্যায় ভোগেন নি, তাদের তুলনায় যারা বাইপোলার ডিজঅর্ডারে ভোগেন তাদের অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি দ্বিগুণ।
সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। গবেষণাটি করেছেন কানাডার টরেন্টো উইমেন্স কলেজ হাসপাতাল ও ক্লিনিক্যাল ইন্সটিটিউট ফর ইভালুয়েটিভ সায়েন্স এর গবেষকরা।
বাইপোলার ডিজঅর্ডার কী?
‘বাইপোলার ডিজঅর্ডার’ এমন একটি মানসিক রোগ যা নাম দিয়ে চেনা যায়। ‘বাই’ শব্দের অর্থ দুই, আবার ‘পোলার’ মানে মাথা। অর্থাৎ এই রোগটির দুটি মাথা বা দুটি দিক থাকে। এক দিকে থাকে ডিপ্রেশন (বিষন্নতা), যখন আক্রান্ত মানুষটি প্রচণ্ডভাবে বিষন্নতায় আক্রান্ত হয়, মন খারাপ থাকে। অন্য দিকে থাকে ম্যানিক কন্ডিশান, অর্থাৎ মানুষটি তখন নিজেকে অনেক বড় মনে করতে থাকে, যখন তখন ক্ষেপে যায়, সব কিছুতেই অতি চঞ্চলতা কাজ করতে থাকে। খাবার দরকার নাই, ঘুম দরকার নাই, যেন সমস্ত শক্তি ও ক্ষমতা এসে লোকটির উপর ভর করে।
দুটি দিক থাকলেও রোগ মূলত: একটিই। নাম ‘বাইপোলার অ্যাফেকটিভ ডিজঅর্ডার’।
তারা দেখিয়েছেন, বাইপোলার ডিজঅর্ডারে ভোগা নারীদের অপরিণত শিশু জন্মদানের ঝুঁকি ৫০% এবং একই সঙ্গে তারা সন্তান জন্মদান সংক্রান্ত অন্যান্য জটিলতায় আক্রান্ত হন। শিশুদেরও বিভিন্ন জটিলতা দেখা দেয়।
২০০৩ থেকে ২০১১ সালের মধ্যে যেসব নারী একটি করে শিশুর মা হয়েছেন, তাদের ওপর এ গবেষণাটি চালানো হয়েছে। এতে যেসব নারী বাইপোলার ডিজঅর্ডার এবং চরম বিষন্নতাজনিত রোগে ভুগেছেন তাদের সঙ্গে সুস্থ্য নারীদের তুলনা করা হয়েছে।
গবেষকদের একজন মনোরোগবিদ ড.সিমন ভিগোড। তিনি বলেন, পরিণত শিশু জন্ম দেয়ার ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান যে ছয়টি কারণের কথা বলে তার মধ্যে অন্যতম হচ্ছে বাইপোলার ডিজঅর্ডার।
গবেষণাটি আমেরিকান জার্নাল অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলোজি-তে প্রকাশিত হয়েছে।
 
আন্তর্জাতিক ডেস্ক
মনের খবর

Previous articleযান্ত্রিক জীবনে যেভাবে সতেজ রাখবেন মন
Next articleতোমাকে পেয়ে আমরা ধন্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here