বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
171
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ২৮ তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনিবাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ও বিএপি এর অধ্যাপক ওয়াজিউল আলম চৌধুরী এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এসময় বিএপি এর কার্যর্নিবাহী পরিষদের ২০২০-২০২১ মেয়াদের নির্বাচন ও অনুষ্ঠিত হয়।

২৮ তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এবং ডা. অভ্র দাশ ভৌমিক কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন। যা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এছাড়া বার্ষিক সাধারণ সভায় ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বিএপি এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম,  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব সহ বিএপি এর নেতৃবৃন্দ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া মুক্ত আলোচনায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত সাইকিয়াট্রিস্টসবৃন্দ অংশগ্রহণ করেন।

বার্ষিক সাধারণ সভার শুরুতে একটি বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যনিবাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে; যা বিকেল ৪.০০ টা পর্যন্ত চলবে।

পুরো আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Previous articleশিশুর বিকাশে ঘুম স্বাস্থ্যবিধি
Next articleবাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর পূর্ণাঙ্গ কমিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here