বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH) এর বর্ধিত সভা অনুষ্ঠিত

0
230
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ angladesh Association for Child and Adolescent Mental Health (BACAMH) এর নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২ মার্চ) রাজধানী একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় BACAMH এর আগামী একবছরের কর্ম পরিকল্পনা গৃহীত হয়।

কর্ম পরিকল্পনা অনুযায়ী BACAMH আগামী একবছরে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি, সায়েন্টিফিক সেমিনার, স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম বাস্তবায়ন করবে। এছাড়া মনের খবর মাসিক ম্যাগাজিন এর সাথে BACAMH এর একটি বিশেষ সংখ্যা প্রকাশ এবং আগামী মাসে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে মনের খবর টিভির সাথে যৌথ প্রোগ্রাম পালনের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় সদ্য উত্তীর্ণ তিনজন চাইল্ড অ্যান্ড অ্যান্ডলোসেন্ট সাইকিয়াট্রিস্টস ডা. সামিনা হক. ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ এবং ডা. শারমীন আক্তার পলিকে BACAMH এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব, সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম, BACAMH এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, ডা. হাফিজুর রহমান চৌধুরী, BACAMH এর বর্তমান নির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, প্রেসিডেন্ট (ইলেক্ট) ডা. হেলাল উদ্দিন আহমেদ, সেক্রেটারী ডা. নিয়াজ মোহাম্মদ খান, ট্রেজারার ডা. সিফাত ই সাইদ , জয়েন সেক্রেটারী ডা. সুলতানা আলগিন এবং মো. জহির উদ্দিন প্রমুখ উপস্থিথ ছিলেন।

মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

Previous articleমানসিক চাপে চুল পাকে কেন?
Next articleআমি একটা মেয়েকে ভালোবাসতাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here