বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে ৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করেছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ।
দিবসটি উপলক্ষে ১০ অক্টোবর সকালে সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভার পর কলেজ ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয়।
সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোহরাওয়ার্দী মেডিক্যালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশ অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জ রায় পোদ্দার, সোহরাওয়ার্দী মেডিক্যালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী মেডিক্যালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান এবং বিএপি সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. উম্মে কুলসুম।
অনুষ্ঠানে সোহরাওয়ার্দী মেডিক্যালে কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে