বঙ্গবন্ধু মেডিক্যালের সাইকিয়াট্রি বিভাগের অ্যালামনাইয়ের বার্ষিক সভায় দায়িত্ব নিল নতুন কমিটি

0
430
বঙ্গবন্ধু মেডিক্যালের সাইকিয়াট্রি বিভাগের অ্যালামনাইয়ে বার্ষিক সভায় দায়িত্ব নিল নতুন কমিটি গঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দায়িত্ব গ্রহণ করেছে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি।

নতুন কমিটির  আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের বর্তমান চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব।

হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারী রির্সোটে ১৭-১৮ মার্চ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

সভায় অন্যান্যদের সাথে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. মহাদেব চন্দ্র মন্ডল, খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন হুসাইন, অধ্যাপক ডা. রেজাউল করিম, অধ্যাপক ডা. এম এ সালাম, অধ্যাপক ডা. নিজাম উদ্দিন, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. মহসিন আলী শাহ, অধ্যাপক ডা. সুলতানা আলগীন, অধ্যাপক ডা. গোপীকান্ত রায়, ডা. আরকেএস রয়েল, ডা. মাহমুদ হাসান, ডা. হারুনুর রশিদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম সুমন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টটিউট এর সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান, ডা. অভ্র দাস ভৌমিক, ডা. জিনাত ডি লায়লা প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার ছাড়াও শিশুদের চিত্রাঙ্কন, ফুটবল খেলা সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব ডা. শামসুল আহসান মাকসুদের সরাসরি তত্ত্বাবধানে এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় দুদিনের এই আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।


মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

 

 

Previous articleকর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: ভ্রান্ত ধারণা এবং বাস্তবতা
Next articleনিদ্রা অনিদ্রা কিংবা অতিনিদ্রা: কী করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here