শুরু হয়েছে বইপ্রেমী বাঙালির প্রাণের উৎসব বাংলা একাডেমি বইমেলা। করোনা পরিস্থিতির কারণে এবছর দেরিতে শুরু হলেও মেলাকে ঘিরে কমেনি বই প্রেমীদের উন্মাদনা। মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই।
বিগত বছরগুলির মত এবারও অন্যান্য লেখকদের পাশাপাশি বইমেলায় প্রকাশিত হচ্ছে দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞদের লেখা বই।
মেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার এর লেখা বই “সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে”।
“সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটি প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা বাঙ্গালা গবেষণা। শুভাকাঙ্খীদের মাঝে ব্যপক সাড়া ফেলা বইটি মেলায় বাঙ্গালা গবেষণার ৫০৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
“সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন আগামী ২২ মার্চ সোমবার বিকাল ৩.১৫ মিনিটে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত গ্রন্থ উন্মোচন চত্ত্বরে অনুষ্ঠিত হবে।
“সাইকিয়াট্রিস্টের খেরোখাতা থেকে” বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সহকর্মী, ছাত্র-ছাত্রী, সেবাগ্রহীতা, শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে