ফেইজ-এ রেসিডেন্টদের মাঝে বই বিতরণ কর্মসূচি

0
37

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ-এ রেসিডেন্ট শিক্ষার্থীদের মাঝে একাডেমিক বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে oxford textbook of psychiatry বইটি বিতরন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাকাল্টির সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয় রেনেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড-এর সহযোগিতায়।

ফেইজ-এ রেসিডেন্টদের মাঝে বই বিতরণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবায় আরো দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অর্জনের কথা উল্লেখ করে বলেন, বই জ্ঞান আহরণের উৎকৃষ্ট মাধ্যম। আর মেডিকেল পেশায় অব্যাহতভাবে জ্ঞান চর্চার বিকল্প নেই। আর সবাই মিলে আলোচনার মাধ্যমে জ্ঞানের ভিত্তি শক্তিশালী করাই হলো উত্তম পন্থা। সেই জ্ঞান আহরণের মাধ্যম হিসাবে বই উপহার দেওয়ায় রেনেটাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ-এ রেসিডেন্টদের মাঝে বই বিতরণ কর্মসূচি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর তত্ত্বাবধানে এই আয়োজন তরুণ চিকিৎসকদের জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।

আরও পড়ুন- 

Previous articleআত্মহত্যার মতো বিষয় তুলে ধরতে চিত্রনাট্যে চাই দায়িত্বশীলতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here