মনোরোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম: পরস্পরের প্রতি মনোভাব এবং প্রভাব বিষয়ে জরিপ চলছে

মনোরোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম: পরস্পরের প্রতি মনোভাব এবং প্রভাব বিষয়ে জরিপ চলছে
মানসিক স্বাস্থ্য বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যমের পরস্পরের প্রতি মনোভাব এবং প্রভাব বিষয়ে অনলাইনভিত্তিক জরিপ পরিচালিত হচ্ছে।

মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘মনের খবর’ এবং এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এর ফার্মাসি বিভাগের যৌথ পরিচালনায় জরিপেরে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।

বাংলাদেশে মানসিক অসুস্থতা বিষয়ে নানারকম স্টীগমা প্রচলিত রয়েছে। এই সামাজিক প্রতিবন্ধকতা হ্রাস করার জন্য মানসিক স্বাস্থ্য পেশাদার এবং মিডিয়া পেশাদারদের ভূমিকা উল্লেখযোগ্য।

তাদের এই ভূমিকা ও প্রভাব নিরুপণে এই জরিপের ফলাফল গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

জরিপে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত প্রদান করতে পারবেন।

মানসিক রোগ বিশেষজ্ঞগণ জরিপে মতামত প্রদানের করতে এই লিংকে প্রবেশ করুন: https://docs.google.com/forms/d/1_5qTPdUbjyguc7vDEZ8MpD4gM_8NwzhuHfhhB2mw0WM/viewform?edit_requested=true

গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিগণ জরিপে মতামত প্রদানের করতে এই লিংকে প্রবেশ করুন: https://docs.google.com/forms/d/1Nj-aV7YIrunEMYq1N_aPg1DMKTrdJd7q_Cjzj3xp4x0/viewform?edit_requested=true

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

 

Previous articleযে অভ্যাসে পুরুষত্বের ক্ষতি, পরিবর্তনের উপায়
Next articleকৈশোরকালে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here