প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন অধ্যাপক ডা. মোহিত কামাল

0
135

২০১৮ সালে কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও লেখক অধ্যাপক ডা. মোহিত কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তার পুরস্কার গ্রহণ করেছেন।
আজ শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ পুরস্কারপ্রাপ্ত- কবিতায় কাজী রোজি,  প্রবন্ধে গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, মুক্তিযুদ্ধ গবেষণায় আফসান চৌধুরী এর হাতেও পুরষ্কার তুলে দেন।
এদিন প্রধানমন্ত্রী ‘সিক্রেট ডকুমেন্ট অব ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন।
উল্লেখ্য,এপর্যন্ত কথাসাহিত্যে অধ্যাপক ডা. মোহিত কামাল এর ৪১টি বই প্রকাশিত হয়েছে, এই ৪১টি বইয়ের মধ্যে ১০টি শিশু-কিশোরদের নিয়ে আর বাকি ৩১টি গল্প এবং উপন্যাস মিলিয়ে। এছাড়া তার ১০টি বিভিন্ন গবেষণা গ্রন্থ রয়েছে।
অধ্যাপক ডা.  মোহিত কামাল মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন ও অনলাইন পোর্টালেরও নিয়মিত লেখক।

Previous articleশিল্পীসত্তাটাকে বাঁচাতেই নেশা ছেড়ে ফিরে আসা-ব্যান্ডশিল্পী মাকসুদ
Next articleপরিচিতজন আত্মহত্যার কথা চিন্তা করছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here