১৪ অক্টোবর ছিল বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস। হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার হল দীর্ঘমেয়াদী অসুস্থতা বা মৃত্যুঝুঁকিপূর্ণ অসুস্থতা যেমন- ক্যান্সারে ভুগছে এমন রোগী ও তার পরিবারের শারীরিক, মানসিক ও আর্থিক সুরক্ষায় সাহায্য করা বা যত্ন নেওয়া। প্যালিয়েটিভ কেয়ার মৌলিক স্বাস্থ্যসেবার অংশ। রোগীকে অতিরিক্ত যন্ত্রণা থেকে মুক্ত করা এবং মর্যাদার সাথে জীবনের শেষ দিনগুলো কাটানোর ব্যবস্থা করা স্বাস্থ্য সেবাদানকারীদের নৈতিক দায়িত্ব। রোগ নির্ণয়ের পরপরই চিকিৎসার সাথে প্যালিয়েটিভ সেবা নিলে ভালো ফল পাওয়া সম্ভব। এতে রোগীর জীবনযাত্রা সুবিধাময় হয় এবং হাসপাতাল ভর্তি হওয়ার সম্ভাবনা কমে। রোগ, বয়স অথবা আয় নির্বিশেষে মৌলিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্যালিয়েটিভ কেয়ার পাওয়া সবার অধিকার।
বিশ্বব্যাপী বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য-সুরক্ষায় নিয়োজিত সংস্থা এই বিষয় নিয়ে কাজ করছেন। এই দিবসটি উপলখ্যে মনের খবর টিভিতে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর বিকেল ৫ ঘটিকায়। ভার্চুয়াল এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান, মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ, অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. বায়জিদ আমিন, সহকারী অধ্যাপক, জনস্বাস্থ্য ও হাসপাতাল, নিপসম, ঢাকা।