দি ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর ফান্ডে আর্থিক অনুদান প্রদান করেছেন তসলিমা হাসিন চৌধুরী।
আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর ৩০০ ফিট এলাকায় পূর্বাচল ক্লাবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ২৭ তম বার্ষিক সাধারণ সভায় দি ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন তসলিমা হাসিন চৌধুরী। এসময় দি ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর সভাপতি অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, বিএপি সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম প্রমুখ মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। অনুদানের জন্য অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর সহর্ধমিনী তসলিমা হাসিন চৌধুরী’কে উপস্থিত সকলে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ১৯৮২ সালে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম এর হাত ধরে যাত্রা শুরু হয় দি ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে ফাউন্ডেশন এর কার্যক্রম স্তিমিত হয়ে পরে। তবে ২০১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম এর প্রচেষ্টায় গতিশীল হয় ফাউন্ডেশন এর কার্যক্রম। সে সময়ে ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। যে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডা. ফারুক আলম।
বর্তমানে রাজধানীর মোহাম্মাদপুরে দি ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ এর অধীনে বর্হিবিভাগে রোগীদেরকে সেবা প্রদান করছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞবৃন্দ।