তরুণ পুলিশ কর্মকতাদের মানসিক চাপ নিয়ন্ত্রণে কর্মশালা

0
31

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তরুণ পুলিশ কর্মকতাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে গত ২৩ জানুয়ারি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকতারা অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ আর্মড র্ফোসেস মেডিকেল কলেজের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উপদেষ্টা এবং অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম।
ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম তার বক্তব্যে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মানসিক চাপ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি মানসিক চাপ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মানসিক চাপের বিভিন্ন টার্ম তুলে ধরে সেসবের ব্যাখা প্রদান করেন।

অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা এই শিক্ষা তাদের কর্মজীবনে কার্যকরী ভূমিকা রাখবে এবং তাদেরকে আরো বেশি জনবান্ধব হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।
তারা নিয়মিতভাবে পুলিশ সদস্যদের মধ্যে এ ধরনের কর্মসূচি অব্যহত রাখার পক্ষে মত দেন।
এসময় বাংলাদেশ পুলিশ একাডেমি এর উচ্চ পদস্থ  কর্মকতারাও উপস্থিত ছিলেন।

মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

Previous articleশিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবেন যেভাবে
Next articleচট্রগ্রামে শুরু হচ্ছে মনের খবর এর গোলটেবিল বৈঠক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here