ঢাকা মেডিক্যালে আত্মহত্যা প্রতিরোধ দিবসের সেমিনার

0
13

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০১৯ উপলক্ষে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে বৈজ্ঞানিক সেমনিার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে গতকাল ( ১৬ সেপ্টেম্বর) হাসপাতালের পুরাতন ভবনের কমন ক্লাশরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বৈজ্ঞানিক সেমিনারে ব্যক্তিত্বজনিত সমস্যার সাথে আত্মহত্যার সম্পর্ক এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবারের করণীয় বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অনারারী মেডিকেল অফিসার ডা.মিঞা আহমেদ জুবায়ের এবং ট্রেইনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তানভিরুল আলম।
সেমিনারে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন এবং প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের রেজিষ্ট্রার ডা. রাইসুল ইসলাম পরাগ।
সেমিনারে ঢাকা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল ইউনিমেড ফার্মা।

Previous articleধর্ষণ কি সামাজিক ব্যাধি!
Next articleইতিবাচক থাকার কৌশল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here