জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর রেজিষ্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন এর মুক্তির দাবীতে সংহতি সমাবেশ এর আয়োজন করা হয়েছে।
আজ (২১ নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউ প্রাঙ্গনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংহতি সমাবেশে সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ এসোসিসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর যুগ্ম সম্পাদক ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল।
এর আগে ডা. মামুনের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে অর্নিদিষ্ট কালের জন্য প্রাইভেট চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মানসিক রোগ বিশেষজ্ঞগণ। তবে সকল সরকারি হাসপাতালে সেবা কার্যক্রম চলবে।
এ ব্যাপারে সকল সাইকিয়াট্রিস্টদের সার্বিক সহযোগিতা কামনা করছেন ডা. রয়েল, যিনি বাংলাদেশ এসোসিসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখারও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর প্রেস কনফারেন্সের করে বিএপি। প্রেস কনফারেন্সে বিএপি এর পক্ষ থেকে ডা. আবদুল্লাহ আল মামুন এর অন্যায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে নিঃর্শত জামিন ও মুক্তির দাবী করা হয়। একই সাথে বিভিন্ন মিডিয়াতে সকল মানসিক চিকিৎসকদের ঢালাওভাবে কমিশন গ্রহণ সহ অন্যান্যভাবে জড়িয়ে দেওয়ার প্রচেষ্টারও নিন্দা জানানো হয়। এবং মাইন্ড এইড হাসপাতালে পুলিশের সিনিয়ির এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করা হয়।
এছাড়া উদ্ভুত পরিস্থিতিতে ১৮ এবং ১৯ নভেম্বর মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যহত থাকবে বলে জানানো হয়। এবং আগামী শনিবার থেকে লাগাতার কর্মসুচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে