জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল (১৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে সরকারি এবং বেসরকারি মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি-মেন্টাল হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়।
এদিন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বর্হিবিভাগ থেকে বিপুল সংখ্যক রোগীকে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে ফ্রি-মেন্টাল হেল্থ ক্যাম্পের আয়োজন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. রমেন্দ্র কুমার সিন্হা রয়েল। এদিন এই ক্যাম্প থেকে ৯৮ জন রোগীকে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এই কার্যক্রমে ডা. রমেন্দ্র কুমার সিন্হা রয়েলে’কে সহযোগীতা করেন ডাঃ সুদীপ্ত শাহীন সাজিদ।
একইদিনে গাজীপুরের উত্তর খাইলকুর এলাকায় অঙ্কুশ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র আয়োজিত ক্যাম্পে সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. এস এম আতিকুর রহমান।
এছাড়াও দেশের স্থানে দিবসটি উপলক্ষ্যে ফ্রি-মেন্টাল হেল্থ ক্যাম্পের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবসে বিভিন্ন স্থানে ফ্রি-মেন্টাল হেল্থ ক্যাম্প
Previous Articleরাগ কমানোর সহজ কৌশল
Next Article শিশুর মনোযোগ বাড়াতে করণীয়