জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত

0
21

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ অক্টোবর (বৃহ:বার) প্রতিষ্ঠানটির শেরেবাংলা নগরে অবস্থিত কার্যালয়ের কনফারেন্স হলে “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এর পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা রাখেন প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, ডা. জিল্লুর রহমান খান রতন , ডা. মেখলা সরকার, ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসার পাশাপাশি দেশে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
সভায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে তারা র‌্যালীতেও অংশ নেন।

Previous articleনানা কর্মসূচিতে বগুড়া মেডিক্যালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
Next articleবিএসএমএমইউ’তে মানসিক স্বাস্থ্য দিবসে র‌্যালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here