জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশল পরিকল্পনার খসড়া বিষয়ে উচ্চপর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মডারেটর হিসেবে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য কৌশল পরিকল্পনা ওর্য়াকিং গ্রুপের প্রধান পরামর্শক ও উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল। এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
কর্মশালায় নিউরো-ডেভলেপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর চেয়ারপারসন অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ. ডা. নিয়াজ মোহাম্মাদ খান’সহ মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।