“অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” প্রতিপাদ্যে গত ১০ অক্টোবর পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশে সরকারি, বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ পালনের অংশ হিসেবে চট্রগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবীর। পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. সৈয়দ মাহফুজুল হক, ট্রগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব, চট্টগ্রাম ইউএসটিসি মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. শফিউল হাসান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মহীউদ্দিন এ শিকদার।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য।
অনুষ্ঠাসে স্বাগত বক্তব্য রাখেন বিএপি এর সাধারণ সম্পাদক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটএর উপ-পরিচালক ডা. তারিকুল আলম।
সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ এবং স্নাতকোত্তর প্রশিক্ষনার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে একইদিনে চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের মনো-যৌন রোগ ক্লিনিকের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন চট্রগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ূন কবীর।
এই অনুষ্ঠানেও প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী ও ডা. তারিকুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. পঞ্চানন আচার্য্য। এসময় বিভিন্ন বিভাগের চিকিৎসক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
সকল আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে