গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’-এর বর্ণাঢ্য র‍্যালি

0
15

গত ১ অক্টোবর মঙ্গলবার, বিশ্বব্যাপী পালিত হয়েছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার’। এই প্রতিপাদ্যকে ধারণ করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‍্যালি, সভার আয়োজন করা হয়। সকাল ৯ ঘটিকায় র‍্যালি এবং সাড়ে ৯টায় কলেজ কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগ। উক্ত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন, ডা. মোসা. শাম্মি আখতার। এক্সপার্ট প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন কেএমসি’র মনোরোগবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন মো. মুজতবা, জিএমসি’র অধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, অত্র কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমসি’র সিএমই কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. হরিদাস বিশ্বাস এবং সঞ্চালনা করেন উক্ত কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্টার ডা. মাহফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক প্রোগ্রাম দেখতে ক্লিক করুন

Previous articleসিওমেকে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ পালিত
Next articleশেখ হাসিনা মেডিকেল কলেজ (শেহামেক),হবিগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here