কোটি’তে পৌঁছালো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা

করোনা সংক্রমণের খবর কি মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি?
করোনা সংক্রমণের খবর কি মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি?

করোনা সংক্রমণে কাঁপছে সারা বিশ্ব। ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোকে মৃতুপরীতে পরিণত করেছে এ অদৃশ্য ভাইরাসটি। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনাভাইরাসে এক কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
শনিবার রাত ১২ টার দিকে করোনার হিসাব রাখা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৫১ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪ লাখ ৯৮ হাজার ৯৫২ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এগিয়ে রয়েছে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে আক্রান্তে বিশ্ব তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleআমার স্যার, আমাদের স্যার
Next articleব্যক্তিত্ব বোঝা যায় ‘X’ লেখার ধরন দেখে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here