আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন। ঘুমের স্বাভাবিক নিয়মগুলি মানতে পারেন, মন ভালো রাখার স্বাভাবিক কিছু কাজ করতে পারেন। সম্ভব হলে সরাসরি দেখা করতে পারেন। আপাতত টেবলেট ক্যাপসুল নোডিপ ২০ মিগ্রা, সকালে একটা নাস্তার পর এবং টেবলেট প্রোপ্রানল ১০ মিগ্রা, সকালে একটা রাতে একটা খাইতে পারেন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন