প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্ন – আমার বয়স ২১ বছর। যেকোনো মানুষ আমার সাথে ১০ মিনিট চললেই আমার উপর বিরক্ত হয়ে যায়। আমার কাছ থেকে চলে যেতে চায়, কেউ আমাকে দেখতে পারে না, আমাকে পছন্দ করে না। আমার কি সমস্যা আমি নিজেও জানি না। আসলে এমন অবস্থায় এই বিষয়গুলো ভাবতে ভাবতে আমি মানসিকভাবে বুবই অসুস্থ হয়ে পড়ছি। এমন অবস্থায় আমি কি করব বা আমার কি করা উচিত আমি কিছুই বুঝে উঠতে পারছি না।পরামর্শ – প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দেয়া এই সংক্ষিপ্ত বর্ণনা থেকে আপনার সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া বেশ কঠিন। তবুও আপনার দেওয়া তথ্য অনুযায়ী মনে হয় আপনি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের সমস্যায় ভুগতেছেন। এই রোগের প্রধান চিকিৎসা হলো সাইকো থেরাপি,যেমন ডায়ালেকটীক্যাল বিহেভিয়ার থেরাপি,কগনিটিভ বিহিভিয়ার থেরাপি ইত্যাদি। সাইকো থেরাপির পাশাপাশি কিছু ওষুধের ও ভূমিকা রয়েছে। আপনি আপনার নিকটস্থ কোন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করলে উপকৃত হবেন। আপাতত আপনি ট্যাবলেট অলিকসার পাঁচ মিলিগ্রাম সকালে একটাও রাত্রে একটা খাওয়ার পর সেবন করবেন এবং ট্যাবলেট কনভুলেস সি আর ৩০০ মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা খাওয়ার পর সেবন করবেন। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন-
ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর
কনসালটেন্ট, পপুলার মেডিকেল সেন্টার লি:,নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
আরও দেখুন-