কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

0
16
কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

গত ২৩ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার এখনই সময়”, যা কর্মস্থলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করে। সকালে কলেজের অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী, ডাক্তার, এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন এবং কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। বক্তৃতায় কর্মক্ষেত্রের চাপ এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে এর সম্পর্ক বিশেষভাবে উল্লেখ করা হয়।

উদ্বুদ্ধক কার্যক্রমগুলোর মাধ্যমে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আরও পড়ুন:

Previous articleঅতিরিক্ত ডিভাইস ব্যবহারে শিশুরা দেরিতে কথা বলতে শেখে
Next articleহঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করণীয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here