জুম লিঙ্কঃ https://us02web.zoom.us/j/86071198712?pwd=SWNBQUlPdDUrUDAyejRNMjQ2V0JVZz09&fbclid=IwAR0WpthlKAUtdGslno3jbTgFw-rR8Y5l4PsxPwrUE9hvX-Q-yGfRRc3WsvM#success
বাংলাদেশে মানসিক রোগ চিকিৎসায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ভূমিকা অনস্বীকার্য। আইপিজিএমআর, অর্থাৎ ১৯৭৫ সাল থেকে বাংলাদেশে মনোরোগ বিশেষজ্ঞ তৈরি সহ একাডেমিক, মানসিক স্বাস্থ্য সেবা প্রদান বা গবেষণা কাজের সাথে সরাসরি জড়িত। সময়ের সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তুলনা করে সবকিছু হয়তো সেভাবে করতে পারেনি। তাই বলে প্রাপ্তিও কম না। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’২১ কে সামনে রেখে মনোরোগবিদ্যা বিভাগ, বিএসএমএমইউ, আজরাতে আয়োজন করতে যাচ্ছে একটি ওয়েবিনার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ স্যার আজকের ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন চেয়ারপার্সন অধ্যাপক ড. এমএসআই মল্লিক, মডারেটর হিসেবে থাকবেন অধ্যাপক ড. নাহিদ মাহজাবিন মোর্শেদ, স্বাগত বক্তব্য রাখবেন মনের খবর’ এর সম্পাদক অধ্যপক শালাহদ্দিন কাউসার বিল্পব। এছাড়া অন্যান্য যে বিশেষজ্ঞগণ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন অধ্যপক ড. মোঃ আব্দুস সোবহান, অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ড. ঝুনু সশমসুন্নাহার, অধাপক ড. মোঃ মহসিন আলি শাহ, অধ্যাপক ড. সুলতানা আলগিন, ড. হাফিজুর রহমান চৌধুরী, ড. মোহাম্মাদ সামসুল আহসান, সেলিনা ফাতেমা বিনতে শহিদ, ড. সিফাত ই সৈয়দ, ড. সালেহ উদ্দিন সুমন, ড. এসএম আতিকুর রহমান এবং স্পিকার হিসেবে থাকবেন ড. ফাতিমা জোহরা এবং ভোট অব থ্যাংক্স হিসেবে থাকবেন জাহিদ উদ্দিন চৌধুরী। এছাড়া বৈজ্ঞানিক পার্টনার হিসেবে থাকবে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রতিপাদ্যঃ অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য।
চোখ রাখুন মনের খবর টিভি’তে।
জুম লিঙ্কঃ https://us02web.zoom.us/j/86071198712?pwd=SWNBQUlPdDUrUDAyejRNMjQ2V0JVZz09&fbclid=IwAR0WpthlKAUtdGslno3jbTgFw-rR8Y5l4PsxPwrUE9hvX-Q-yGfRRc3WsvM#success
জুম আইডিঃ 86071198712
পাস কোডঃ Tiapine
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে