'ইচ্ছাকৃতভাবে' কোভিড-১৯ সংক্রমণ করলে যাবজ্জীবন কারাদণ্ড ভারতে

ইচ্ছাকৃতভাবে' কোভিড-১৯ সংক্রমণ করলে যাবজ্জীবন কারাদণ্ড ভারতে
ইচ্ছাকৃতভাবে' কোভিড-১৯ সংক্রমণ করলে যাবজ্জীবন কারাদণ্ড ভারতে

উত্তর ভারতীয় রাজ্য উত্তর প্রদেশ সাময়িকভাবে একটি আইন পাস করা হয়েছে, যার আওতায় ‘ইচ্ছাকৃতভাবে’ কোভিড-১৯ সংক্রমণের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু হলে যে ব্যক্তি ওই সংক্রমণের কারণ হবেন, তাকে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয়া যাবে।

বুধবার পাস হওয়া আইনটিতে শুধু ‘ইচ্ছাকৃত সংক্রমণ’-এর জন্য দুই থেকে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ানোর পর কেউ মারা গেলে ভাইরাস ছড়ানোর দায়ে অভিযুক্ত ব্যক্তি আরো কঠোর শাস্তি পাবেন। আর এ রকম ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ সাত বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে।

কোভিড-১৯ সংক্রমণ করলে কারাবাসের শাস্তির পাশাপাশি প্রায় চার থেকে ছয় হাজার ডলারের সমপরিমান অর্থের জরিমানাও করা যাবে ওই আইনে।

তবে আইনটির সমালোচনা করেছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এর ফলে রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে ঢালাওভাবে ও অনির্ভরযোগ্যভাবে পদক্ষেপ নেয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে ‘দ্য ওয়াইয়ার’ ওয়েবসাইটকে বলেছে তারা।
তবে টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে কর্তৃপক্ষকে জানিয়েছে যে এই আইন পাস করার পেছনে উদ্দেশ্য শুধু মানুষকে শাস্তি দেয়া নয়, বরং তারা যেন ‘কোভিড-১৯ আক্রান্ত হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য উৎসাহিত হয়।’
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৩৮ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় দুই হাজার মানুষ।
সূত্র: বিবিসি
মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকন সর্তক থাকুন

 

Previous articleব্রিটেনে করোনাভাইরাসে বাংলাদেশি ও পাকিস্তানিরা কেন বেশি মারা যাচ্ছে?
Next articleকরোনা সচেতনতা বিষয়ক ভিডিও বার্তা প্রকাশ করলো ‘মনের খবর’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here