ইকরি মিকরির শুভযাত্রায় মনের খবর এর শুভকামনা

0
72

শিশু কিশোরদের কাছে আনন্দের এক স্বপ্নরাজ্য ইকরি মিকরি। তিন বছর ধরে শুধু ছোটদের উপযোগী ৫০টির বেশি রঙিন বই বের করেছে ইকরি মিকরি। এবার পড়ালেখার চাপের বাইরে ছোটদের জন্য আরও আনন্দময় এক জগত নিয়ে প্রকাশিত হয়েছে ‘ইকরি মিকরি’ পত্রিকা।
গতকাল পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে বেরিয়েছে ‘ইকরি মিকরি’র প্রথম সংখ্যা। ইকরি মিকরির এই শুভযাত্রায়  মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন `মনের খবর‘ এর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। শিশুদের মনোজাগতিক বিকাশে অবদান রাখার ক্ষেত্রে ইকরি মিকরির ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে মনের খবর।
পত্রিকা প্রকাশ সম্পর্কে ইকরি মিকরির উদ্যোক্তা চিত্রশিল্পী মাহবুবুল হক বলেন, ‘শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছি আমরা। প্রতি মাসে যদি অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা আর মজার সব কান্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কী! এমন ভাবনা থেকে ইকরি মিকরি পত্রিকার জন্ম।’

ইকরি মিকরি বৈশাখ সংখ্যায় রয়েছে আব্দুল্লাহ আবু সায়ীদের ‘আমার শৈশবে নদী’, রফিকুন নবীর ‘আমার বৈশাখ’, শাহাবুদ্দিন আহমেদের ‘ছেলেবেলার বৈশাখ’। ছয়টি গল্প ইমদাদুল হক মিলনের ‘বাবান ও টুনটুনি পাখি’, ইমতিয়ার শামীমের ‘সূর্য্যি মামা রাগে কালবোশেখি আসে’, তরিকুল ইসলামের ‘চৈত্র সংক্রান্তি’, মনি হায়দারের ‘আকালু দেশের বুড়ো’, মাশুদুল হকের ‘একটা সবুজ পুটুস’ ও মানবের ‘তারমিনো’।
ছড়ার তালিকায় আছে সুকুমার বড়ুয়ার ‘কালবোশেখী’, মাহমুদউল্লাহর ‘আমার বোশেখ’, ধ্রুব এষের ‘মনে আছে মনে থাকবেই’, আনজির লিটনের ‘ছুটি নিয়ে ছোটাছুটি’, ব্রত রায়ের ‘বৈশাখী মেলায়’, চন্দন চৌধুরীর ‘তোমায় দিলাম’, কাজী তাহমিনার ‘বারো মাসের ছড়া’। কমিকস আহসান হাবীবের ‘পটলা ক্যাবলা’, মেহেদী হকের ‘দাদু নাদু’। ফিচারগুলো হলো তুষার আব্দুল্লাহর ‘সবুর করে বরষাতে হোক ইলিশ ভোজ’, সালেক খোকনের ‘বাহাপরব’, মোমিন রহমানের ‘হালখাতা’, নয়ন রহমানের ‘গাঁয়ের বৈশাখ’ ও সাজ্জাদুল ইসলাম নাবিলের ‘বায়োস্কোপ’।
বৈশাখ সংখ্যা ১৪২৬-এ আরো আছে পৃথা প্রণোদনার ‘নালন্দার বৈশাখ ও আমি’, শামামতা বিন্দাহর ‘স্কলাসটিকায় আমার বৈশাখ’, গানে গানে ‘বোশেখের মিষ্টি মুখ’। পটচিত্রে নিখিল চন্দ্র দাসের পটের ছড়া, নিয়মিত বিভাগে ছবি লেখো গল্প আঁকো, খনার বচন, হাপুস হুপুস গাপুস, আঁকার ঘর, শব্দজট, ছবির ধাঁধাঁ, আঁকো কাটো বানাও, একটা কিছু বানাই আমার রবীন্দ্রনাথ। ফটোফিচারে ঘোড়া দৌড়, রঙিন বৈশাখ, শোলার পাখি, ট্যাপা পুতুল, কাঠের পুতুল, লক্ষ্মী সরা, শখের হাঁড়ি, নাগরদোলা।
ছবি এঁকেছেন রফিকুননবী, আব্দুস শাকুর শাহ, আহসান হাবীব, খালেদা ফারজানা জাহান, নিয়াজ চৌধুরী তুলি, দেওয়ান আতিকুর রহমান, চিন্ময় দেবর্ষি, সব্যসাচী মিস্ত্রী, সারা টিউন, বিপ্লব চক্রবর্তী, শামীম আহমেদ, মানব গোলদার, নাজমুল হাসান মাসুম, তন্ময় হাসান, আরাফাত করিম, চঞ্চল বিশ্বাস, রামিন, আয়ান।
৯৬ পৃষ্ঠার ইকরি মিকরির মূল্য ১০০ টাকা। পত্রিকাটি সংগ্রহের জন্য ০১৮১৭৫৪৮১৯১, ০১৭২৭৬৫৬৫৪৯, ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে ফোন করতে হবে। এছাড়া ওয়েবসাইট www.ikrimikriworld.com অথবা ফেসবুক পেজে www.facebook.com/ikrimikriworld বিস্তারিত জানা যাবে।

Previous articleঅস্থিরতা অশান্তি আনে
Next articleসাফল্যের ভিত্তি দৃষ্টিভঙ্গি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here