প্রশ্নঃ আমি আকাশ (৩৫), জন্ম থেকেই তোতলা। দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে নিরাময় হচ্ছে না সমস্যাটি। এর সমাধানের জন্য কী ধরনের সেবা বা পরামর্শ গ্রহন করা উচিত?
উত্তরঃ তোতলামি বা স্ট্যামারিং এমন এক ধরনের শারীরিক ব্যাধি, যার কারনে কিছু মানুষ একই শব্দকে বার বার বলে। অনেক সময় একটি শব্দ বলতে গিয়ে বারবার বলায় শব্দটি অনেক লম্বা হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে শব্দটি উচ্চারনে অসমর্থ হয়ে পড়ে। সাধারনত নার্ভাস হয়ে গেলে তোতলামি বেড়ে যায়। তাই কখনো কখনো রোগীকে এ্যাংজিওলাইটিক/এন্টিডিপ্রেসেন্ট দেয়া হয়। এতে কিন্তু এই রোগের নিরাময় হয়না। ‘স্পিচ থেরাপী’ তোতলামির মূল চিকিৎসা। সমস্যার সমাধানের জন্য একজন ‘স্পিচ থেরাপীস্টের’ সাহায্য নিন।