[int-intro]বাংলা সিনেমার সবচেয়ে বিখ্যাত ছবি সুজন সখী, সারেং বৌ-এর নায়ক তিনি। কিংবদন্তী অভিনেতা ফারুক এক অভিমানী মানুষ।কেবল চেষ্টা আর পরিশ্রমকে সম্বল করে সাফল্য পেয়েছেন। ভালো থাকার সংজ্ঞা তাঁর কাছে কাজ করা। মনের খবরের এবারের আয়োজনে তাঁর মুখোমুখি হয়েছেন অভ্র আবীর। [/int-intro]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans]এ মুহূর্তে ব্যবসায়িক কারণে খুব একটা ভালো আছি বলতে পারি না। তবে পরিবার নিয়ে ভালো আছি। আমার ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় আছে।[/int-ans]
[int-qs]ভালো থাকার জন্য সাধারণত কি করেন?[/int-qs]
[int-ans]ভালো লাগা বা ভালো থাকার অনেক কারণ আছে। তবে আমার কাছে ভালো থাকার মানে কাজকর্ম করা এবং নিজের সন্তানদের সঠিক পথে চালানো। এভাবে ভালো থাকার জন্যই কাজ করি।[/int-ans]
[int-qs]মন খারাপ হয়?[/int-qs]
[int-ans]হ্যাঁ।[/int-ans]
[int-qs]কোনো বিশেষ কারণে কখনো মন খারাপ হয়?[/int-qs]
[int-ans]অবশ্যই। যখন কেউ না বুঝে কোনোকিছুর ভুল ব্যাখ্যা দেয় বা কেউ যখন ভুল পথে চালিত হয়, তখন খুব মন খারাপ হয়।[/int-ans]
[int-qs]মন খারাপ হলে কি করেন?[/int-qs]
[int-ans]মন খারাপ হলে সহ্য করি। ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করি। এক সময় উড়িয়ে দেই। [/int-ans]
[int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2015/11/farook-02.jpg[/int-img]
[int-qs]ভালো থাকার জন্য আপনার কোনো পরামর্শ আছে?[/int-qs]
[int-ans]আছে। ভালো থাকার জন্য সবার আগে ভাবতে হবে, ‘আমি ঠিক তো জগত ঠিক। নিজে ঠিক থাকলে সব ঠিকঠাক হয়ে যাবে।’[/int-ans]
[int-qs]রাগ হয়?[/int-qs]
[int-ans]রাগ হয়। তবে বেশীরভাগ ক্ষেত্রেই সেটা অভিমান। [/int-ans]
[int-qs]সেটি দমানোর জন্য কি করেন?[/int-qs]
[int-ans]আমি মনে করি, অভিমান জিনিসটা আমার। এটা আমার সম্পদ। এই আমারকে দিয়েই নিজেকে দমন করি।[/int-ans]
[int-qs]হিংসা হয়?[/int-qs]
[int-ans]হ্যাঁ। যখন দেখি আমার চেয়ে কেউ অনেক উঁচুতে চলে যাচ্ছে, ভেতরে ভেতরে তখন মনে হয় আমিও ওই জায়গায় যাবো বা যেতে পারব। এটাও এক ধরনের হিংসা।[/int-ans]
[int-quote]ভালো লাগা বা ভালো থাকার অনেক কারণ আছে। তবে আমার কাছে ভালো থাকার মানে কাজকর্ম করা এবং নিজের সন্তানদের সঠিক পথে চালানো। এভাবে ভালো থাকার জন্যই কাজ করি।[/int-quote]
[int-qs]মানসিকভাবে কখনো নিজেকে অসুস্থ মনে হয়েছে?[/int-qs]
[int-ans]না।[/int-ans]
[int-qs]জীবনের সবচেয়ে খারাপ সময়টা কেমন ছিল? কীভাবে কাটিয়েছেন?[/int-qs]
[int-ans]আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টা ছিল মায়ের মৃত্যুর পর থেকে আমার বেড়ে ওঠা। সে সময়টাও খুব খারাপ ছিল যখন ব্যবসা করতে যাই।[/int-ans]
[int-qs]সাফল্যের গোপন রহস্য কি?[/int-qs]
[int-ans]আমার সাফল্যের কোন গোপন রহস্য নেই। তবে আমার নিজের চেষ্টা আর সৃষ্টিকর্তার অশেষ রহমতকেই এর কারণ মনে করি।[/int-ans]
[int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2015/11/farook-03.jpg[/int-img]
[int-qs]কাজ করার আগে কোনো পরিকল্পনা করেন?[/int-qs]
[int-ans]৯০ ভাগ কাজ করার আগেই পরিকল্পনা করি। [/int-ans]
[int-qs]কেন?[/int-qs]
[int-ans]প্রতিটি কাজই আলাদা নিয়মে করতে হয়। যে কোনো কাজ করার আগে ভাবতে হয়, কাজটা কী, কীভাবে সেটি করব, কীভাবে শেষ করব। জীবন থেকে আমি শিখেছি-পরিকল্পনা ছাড়া কোনো কাজই করা উচিত না। আর এভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত।[/int-ans]
[int-quote]প্রতিটি কাজই আলাদা নিয়মে করতে হয়। যে কোনো কাজ করার আগে ভাবতে হয়, কাজটা কী, কীভাবে সেটি করব, কীভাবে শেষ করব। জীবন থেকে আমি শিখেছি-পরিকল্পনা ছাড়া কোনো কাজই করা উচিত না। আর এভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত।[/int-quote]