আপনার স্বামী রেগে যান, গালাগালি করেন, মিথ্যা কথা বলেন, সন্দেহ করেন এসব অবশ্যই মানসিক বিষয়। তবে এর চেয়ে বেশী অর্থাত নির্দিষ্ট কোনো রোগ কিনা সেটা বলতে গেলে আরো কিছু তথ্য জানা প্রয়োজন। যেমন, এই সমস্যাগুলি কবে থেকে বা কতদিন যাবত, উনি নেশা করেন কিনা, আর কোনো রোগ বা মানসিক রোগ আগে থেকে আছে কিনা। তবে অবশ্যই মানসিক সমস্যা। যদি সম্ভব হয়, তবে ধারে কাছেও কোনো একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে সরাসরি দেখা করে বিষয়গুলি সম্বন্ধে আরও একটু পরিষ্কার হয়ে নিন।
নেশার ইতিহাস থাকলে সেটার যথাযোগ্য চিকিৎসা করাতে হবে। আপনি আপনার নিকট আত্মীয় বা যার কথা আপনার স্বামী শুনবেন এমন কারো সাহায্যও নিতে পারেন। দেরী না করে দ্রুত ব্যবস্থা নিন। ভালো থাকুন সেই কামনা করছি।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।