আমার মনে হয় বড় ধরনের কোনো রোগ হয়েছে

0
138

আসসালামু আলাইকুম স্যার। আমার বয়স ১৯ বছর। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। আমার শারীরিক দীর্ঘ মেয়াদি অসুস্থতা আছে। সেগুলো হলো হেপাটাইটিস বি এবং এনকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই দুইটা রোগের ট্রিটমেন্ট দুই বছর করার পর আর্থিক সমস্যার কারণে বন্ধ করে দেই। আমি আজকে চার বছর ধরে এই দুইটা রোগ নিয়ে সবসময় চিন্তা করি। আমি মনে হয় বাঁচব না, আমার মনে হয় বড়ো ধরনের কোনো রোগ হয়ছে। সারাদিন মনমরা হয়ে থাকতাম কিছুই ভালো লাগতো না। একই চিন্তা বারবার আসতো। পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে যাই। পরে জানুয়ারিতে বিএসএমএমইউতে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ডাক্তার দেখাই এখন Tab.Seronex 50 mg সকালে একটা Tab.Quet XR 50 mg রাতে একটা Tab.Clomipramin 25 mg রাতে দুইটা এবং সাথে Tab.Filfresh 3 mg রাতে একটা এবং Cap.Ginoba 60 mg বিকালে একটা করে নিয়মিত খাচ্ছি এবং প্রতি মাসে ফলোআপের জন্য ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশন এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগে পাঁচটা সেশন নিয়েছি। আমার সমস্যাগুলো মোটামুটি ৫০% ভালো হয়ে যায়। কিন্তু গত দুই সপ্তাহ ধরে আবার আগের মতোই লাগে। এখন বিশেষ করে কিছু কিছু মানুষ দেখলে নিজের ভিতরে ভীষণ রাগ হয় এবং মানুষকে নিয়ে বেশি সন্দেহ হয়। তাদেরকে মারতে ইচ্ছে করে। উল্টো-পাল্টা আচরণ করি এবং ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করি। সব সময় একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে। পড়াশোনা একদমই করতে ইচ্ছে করে না। এখন স্যার আমার করণীয় কী? যদি জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম।
নাম প্রকাশে অনিচ্ছুক

মনের খবরের সাথে আপডেট থাকতে আমাদের ফেইসবুক পেজ ফলো করুন

অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কথা শুনে বুঝা যাচ্ছে আপনার চিকিৎসাটি অনেকটা সঠিক পথেই এগোচ্ছিল। তবে আপনার ঔষধের মাত্রাটা একটু বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে হয়। তার পাশাপাশি সাইকোথেরাপির যে সাপোর্টটা নিচ্ছেন সেটিরও প্রয়োজন রয়েছে। তাই সাইকোথেরাপি বন্ধ করবেন না। আশা করি ঔষধের মাত্রাটা আর একটু বাড়ালে আপনার সমস্যাগুলো অনেকখানি কমে আসবে। তাই আর দেরি না করে আপনি আপনার নির্দিষ্ট ডাক্তারের সাথে পুনরায় যোগাযোগ করুন।

নিয়মিত মনের খবর ম্যাগাজিনের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
সম্পাদক, মনের খবর।
অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার-মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর-সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট-বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

আমাদের নিয়মিত টিভির আয়োজন দেখুন মনের খবর টিভিতে

Previous articleকীভাবে বাড়াবেন বুদ্ধিমত্তা?
Next articleবাইপোলার ডিসঅর্ডার মনের অবস্থায় উল্লেখযোগ্য প্রভাব তৈরি করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here