সাইকিয়াট্রি বিভাগ ও স্টুডেন্ট সাপোর্ট সেন্টার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা-এর উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গনে র্যালি অনুষ্ঠিত হয় ও কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “আত্মহত্যার কাহিনী বদলে দিন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর যুগ্ম আহবায়ক ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রীসহ প্রায় তিন শতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের রেজিস্ট্রার ডা. মুনতাসির খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খান। সভায় সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।
বক্তারা তাদের আলোচনায় আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে নিয়মিত মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাইকিয়াট্রি বিভাগ ও স্টুডেন্ট সাপোর্ট সেন্টারের আধুনিকায়ন, মানসিক রোগ চিকিৎসা সম্পর্কে কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূরীকরণ এবং দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং-এর ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। বক্তাদের মতে, আত্মহত্যার প্রধান কারণ যেমন—বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি ইত্যাদি মানসিক রোগসমূহ সময়মতো সঠিকভাবে নির্ণয় করে মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা করালে শতকরা প্রায় ৯০ ভাগ আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আরও পড়ুন-