আত্মহত্যা প্রতিরোধে ভুটানে প্রশিক্ষণ দেবেন ডা. হেলাল

0
23

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি এবং এই খাতের সার্বিক উন্নয়নে যে কয়েকজন চিকিৎসক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন- তাঁদের মধ্য অন্যতম জাতীয় মাননিসক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দীন আহমেদ। বিশেষ করে দেশে আত্মহত্যা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তাঁর প্রচেষ্টা অনস্বীকার্য।
দেশের নানা প্রান্তে ছোটাছুটি করে আত্মহত্যা বিষয়ে সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধে করণীয়, আত্মহত্যা প্রবণতা সম্পন্ন ব্যক্তিদের সহায়তা প্রদান , মিডিয়ায় আত্মহত্যা বিষয়ক সংবাদ প্রচারের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ নানা অবদান রেখে চলেছেন দেশের জনপ্রিয় এই মানসিক রোগ বিশেষজ্ঞ এবং কলামিস্ট।
এবার বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর নির্বাচিত প্রশিক্ষক হিসেবে ভুটানে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বাংলাদেশের এই চিকিৎসক।
এই কর্মসূচিতে তাঁর সাথে প্রশিক্ষক হিসেবে আরো থাকবেন ভারতের মনোচিকিৎসক ডা. ইয়াতন পাল।
এই ধরনের কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে ডা. হেলাল উদ্দীন আহমেদ ‘মনের খবর’কে বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে ভূটানের চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের সাথে বাংলাদেশের পারষ্পারিক সহযোগীতা ও যোগাযোগ বাড়বে।
আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণের জন্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূয়সী প্রশংসা করেন।

Previous articleঅফ মুড ভালো করতে যা করতে পারেন
Next articleডিপ্রেশন কাটিয়ে আত্মবিশাস বাড়ানোর কৌশল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here