আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজন সমাজের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা

0
42

আত্মহত্যা একটি প্রতিরোধযোগ্য সমস্যা। সময়মত সঠিক পদক্ষেপ গ্রহণ করলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এবং মনের খবর আয়োজিত “আত্মহত্যার প্রবণতা ও প্রতিরোধের উপায়” শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।
সভায় উপস্থিত বক্তারা জানান, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করছে। আত্মহত্যার পেছনে সবচেয়ে বড় কারণ মানসিক। আর মানসিক সমস্যার মধ্যে ডিপ্রেশনের কারণেই সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যার অন্যান্য কারণ গুলোর মধ্যে পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত কিছু সমস্যাও প্রভাবক হিসেবে কাজ করে।
আত্মহত্যা সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মিডিয়ার দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন বক্তারা। এছাড়া সঠিক প্যারেন্টিং, শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক দায়িত্ব পালন সহ আত্মহত্যা প্রতিরোধের নানা পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বক্তারা।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র এর কনফারেন্স রুমে বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবীণ সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. আব্দুস সোবহান, অধ্যাপক ডা. আনোয়ারা বেগম, অধ্যাপক ডা. শাহ আলম, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সহযোগী অধ্যাপক ডা. মহসিন আলী শাহ্, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, ডা. শাহানা পারভিন, ডা. সাইফুন্নাহার সুমি, ডা. নিয়াজ মোহাম্মদ খান, ডা. নাসির উদ্দিন আহমেদ, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. রমেন্দ্র কুমার সিংহ রয়েল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়, ব্রিগেডিয়ার জেনারেল ডা.আজিজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল ডা. কামরুল ইসলাম. ডা. শাহরিয়ার ফারুক অনিক, ডা. ফাতিমা মারিয়া খান, ডা. হোসনে আরা, নেপাল এর সাইকিয়াট্রিস্ট ডা. মহেন্দ্র নিউপানি, নারীনেত্রী মালেকা বানু, অভিনেতা মামুনুর রশীদ, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব প্রমুখ বক্তৃতা করেন।

সভাটি পরিচালনা করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও বিএপি সাধারন সম্পাদক ডা. তারিকুল আলম, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. রাহানুল ইসলাম, ডা.সৃজনী আহমেদ সহ ‍রেসিডেন্ট সাইকিয়াট্রিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. ইন্দ্রানী হালদার এবং ডা. সজীব আবেদীন।

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগীতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বি.দ্র: আলোচনার সভার বিস্তারিত পর্যায়ক্রমে প্রকাশিত হবে।

Previous articleকারাগারে মানসিক স্বাস্থ্য দিবস পালন
Next articleকর্মস্থল থেকে আসে সবচেয়ে বেশি মানসিক চাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here