অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাসের স্মরণে ভার্চুয়াল শোকসভা

0
58
অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাস

সিলেট পার্কভিউ মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রয়াত অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাসের স্মরণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) একটি ভার্চুয়াল শোকসভার আয়োজন করেছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় এই শোকসভাটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে এনজিওপ্লাস্টি করানোর সময় ডা. দীপেন্দ্র নারায়ন মারা যান। সোমবার (২৮ জানুয়ারি) সকালে এনজিওপ্লাস্টি করার জন্য ডা. দীপেন্দ্রকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তখন এনজিওপ্লাস্টি করার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. দীপেন্দ্র নারায়ণ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস’র আজীবন সদস্য ছিলেন।

Previous articleমনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল হক আর নেই
Next articleআমি বাঁচতে চাই, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here