কয়েকদিন ধরে ফেসবুকে কথা নিয়ে দু চারটে লাইন লিখতে মন চাইছে। মনের মধ্যে ঘুরপার খাচ্ছে আমাদের প্রকাশ ভঙ্গি সঠিক না হলে আমরা কতটা বিব্রত পরিস্থিতিতে পড়তে পারি। আমরা কথার মাধ্যমেই তো একে অপরের সাথে যোগাযোগ করি। আমরা শুধু বাচনিক ভাবেই যোগাযোগ করিনা, অবাচনিক ভাবেও করি। আমাদের দেহভঙ্গি, আমাদের হাসি, আমাদের কান্না বলে দেয় আমরা কতটা ব্যথিত, কতটা আনন্দিত- আরো কতকিছু ব্যক্ত করে।চোখের ভাষা বলে দেয়, “আমি তোমাকে ভালোবাসি”। যা মুখে বলা যায়না। তাই আমাদের মুখের অভিব্যক্তি ঘটনার সাথে যাচ্ছে কিনা সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
দুঃখের পরিস্থিতিতে পৃথিবীর শ্রেষ্ট জীব হিসাবে আমরা দুঃখিত হব এটাই স্বাভাবিক নিয়ম। অন্তরের গভীর থেকে আমরা দুঃখিত হই আর তা প্রকাশ পায় আমাদের ইশারা ইঙ্গিত এর ভাষা থেকে।কিন্তু ঘটে যাওয়া ঘটনার সাথে সঠিক ভাবে যাচ্ছে ভাবে কিনা তা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ঘটনা বা পরিস্থিতির সাথে অভিব্যক্তির অমিল আমাদের ব্যথিত করে, সন্দিহান করে,সমালোচিত করার জন্য আকুল করে।দিন শেষে হয়ত সামালোচিত হয়ে নিজেকে অপরাধী ভাবতে পারি নিজেকে আমরা। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্র জীবনে এগুলোর গুরুত্বও অপরিসীম। আসুন আমরা সমব্যথী হবার প্রকাশে সচেতন হই।অন্যের কষ্ট গুলোকে নিজের অনুভূতির মধ্যে নিয়ে অনুভব করি মনের গহীন থেকে।
Previous Articleগেমিং ডিজঅর্ডারের নির্দেশনাবলী
Next Article উন্মোচিত হলো এনআইএমএইচ এর জার্নাল 'আর্কাইভস'